আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল ২৯ নভেম্বর আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২ মাদকব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে আটক করে। মাদকব্যবসায়ী ২ জন হলো গোপালনগর গ্রামের মৃত ঠাণ্ডু শেখের ছেলে আনারুল ইসলাম (৪৫) ও আলিয়াটনগরের মৃত নবীছদ্দীনের ছেলে মহির উদ্দীন (৫০)। এছাড়া মাদকসেবী ৩ জন হলো শিবপুরের মৃত মজিবর রহমানের ছেলে ডালিম হোসেন (৩০), তিয়রবিলার শরিফুল মালিথার ছেলে নাজমুল হক (২৫) ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোতাহার হোসেন (৫৫)। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ২ মাদকব্যবসায়ীকে ৪ মাস করে ও মাদকসেবী ডালিম হোসেনকে ৩ মাস, নাজমুল হককে ১ মাস ও মোতাহার হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন।