স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় গরুরগাড়ির চাকায় পিষ্ঠ হয়ে লাল মহাম্মদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মৃত্যুবরণ করেছেন। লাল মহাম্মদ চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সনাতনপুরের মৃত তাছের মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তাছের মণ্ডল গরুরগাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদুরে পাকা সড়কের ভাঙ্গাস্হানে গরুরগাড়িতে ঝাকি লাগলে অসাবধানতায় তিনি নীচে পড়ে যায়। গরুরগাড়ির চাকা লাল মহাম্মদের শরীরের ওপর দিয়ে চলে গেলে তিনি আহত হন। তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রাত ৮টার দিকে লাল মহাম্মদের মৃত্যু হয়।