মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা গ্রামের সজল মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় মুন্সিগঞ্জ বাজার থেকে ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। আজ তাকে আদালতে সোর্পদ করা হবে।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সজল (২৫) কে পুলিশ আটক করেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ বাজার থেকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। পুলিশ জানাই, সে এলাকার চিহিৃত হেরোইন ব্যবসায়ী, আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।