জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি এলাকার পরিচিত মুখ মোল্লা মুনজুর আহমেদ ওরফে গামা ডাক্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি গতকাল বুধবার বিকেলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গামা ডাক্তার ঘোষবিলা গ্রামের মৃত আনসার আলী মোল্লার (আবহাওয়াবিদ) ছেলে। মৃত্যুকালে গামা ডাক্তারের বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে গামা ডাক্তার স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, মোল্লা মুনজুর আহমেদ ওরফে গামা ডাক্তার একজন পল্লী চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন এলাকায় সুনামের সাথে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।