শেখ হাসিনা বিশ্বের সফল রাষ্ট্রনায়কদের অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন

জীবননগরে তথ্য অফিসের উদ্যোগে সরকারের ব্র্যান্ডিং নিয়ে আলোচনাসভায় এমপি টগর

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যাগে ব্র্যান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার হাসাদাহ ইউপি পরিষদ করপ্লেক্স হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সেবা আজ সাধারণ মানুষ ঘরে বসে অনেক সুবিধা ভোগ করছে। ১ কোটি ৯৮ লাখ অভিভাবক শিক্ষার্র্থীদের ভাতার কার্ড মোবাইলের মাধ্যমে ঘরে বসে পাচ্ছেন। তিনি বলেন, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, বিদ্যুত, কৃষি খাতে উন্নয়নের মাত্রা পূর্বের সরকারের থেকে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সাল নাগাদ মধ্যমায়ের দেশে পরিণত হবে আমাদের এ বাংলাদেশ। সাংসদ বলেন একজন সৎ ও অর্থনীতিতে স্বনির্ভর হিসেবে বিশ্বের সফল রাষ্ট্রনায়কদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় অবস্থানে অবস্থান করছেন।
জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালাল ও হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। আলোচনাসভায় প্রধানমন্ত্রী গৃহীত ১০টি ব্র্যান্ডিং তুলে ধরা হয়। এছাড়াও বর্তমান সরকারের সাফল্য ও অর্জন, উন্নয়ন এবং ভাবনাসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বক্তারা। শেষে সরকারের উন্নয়ন বিষয়ে গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।