মেহেরপুরের আশরাফপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারফেস সভা

আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, এসএমসি ও অভিভাবকদের সমন্বয়ে এক ইন্টারফেস সভা গতকাল সকাল ১০টায় আশরাফপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি রকিবুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমদহ কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি গোলাম কিবরিয়া, শিক্ষক ও সমাজসেবক মো. তাজউদ্দীন, আশরাফপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মো. ইসমাইল হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার। আলোচনায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ফোকাস গ্রুপ ডিসকাসন সভার ১০টি সূচকের ওপর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশিসহ পাঠক্রমিক কাজকে এগিয়ে নিতে প্রস্তাব রাখেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মোজাম্মেল হক, মীর ফারুক, সেলিনা আক্তার, ফিরোজা খাতুন প্রমুখ। স্কোরকার্ড উপস্থাপন করেন মউক’র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।