দেশি টুকরো

এসএসসি-এইচএসসিতে অতিরিক্ত ফি নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার: এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ সরকারি ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, পরিচালক পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের জন্য কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আগামী ৪ জানুয়ারির মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে।

গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মো. জালাল উদ্দিন খান এ রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।

শাবিতে প্রথম বর্ষের ভর্তি ১১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি আগামী ১১ ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে। ১১ ও ১২ ডিসেম্বর ‘বি’ ইউনিট এবং ১৩ ডিসেম্বর ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সহযোগী অধ্যাপক মহিবুল আলম জানান, আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে মেধা তালিকা অনুযায়ী ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১ থেকে ৬০০ পর্যন্ত, ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে একই ইউনিটের গ্রুপ-১ এর মেধা তালিকা ৬০১ থেকে ১১২৩ পর্যন্ত এবং একইদিন দুপুর ২ টা থেকে গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে। ওইদিন বিকেল ৩টায় বি ইউনিটে কোটায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

এদিকে ১৩ ডিসেম্বর বুধবার সকাল নয়টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১ থেকে ২১৭ ও এগারোটায় মানবিকের মেধা তালিকায় ১ থেকে ৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে বাণিজ্যের মেধা তালিকার ১-৮৩ শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। একইদিন বেলা এগারোটা থেকে ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তির দিন শিক্ষার্থীদেরককে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬৮৫০ টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান সহযোগী অধ্যাপক মহিবুল আলম।

তিনি জানান, আসন খালি থাকা সাপেক্ষে  অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কমিটির বৈঠকের পর ডিসেম্বরের শেষেই নতুন করে ডাকা হবে বলে। নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞাপনে স্নিগ্ধতা ছড়ালেন সাকিবপত্নি শিশির

স্টাফ রিপোর্টার: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশিরও বাংলাদেশে দারুণ জনপ্রিয়। বিশ্বখ্যাত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে তাই শিশিরের গ্রহণযোগ্যতাও অনেক বেশি। সাকিব-শিশির দম্পত্তি একসঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মডেল হিসেবে বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তবে এবার শিশিরকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রুপে।

সম্প্রতি একটি সাবানের বিজ্ঞাপনে অভিনয় করেছে শিশির। বিজ্ঞাপনে সুন্দরি শিশিরের স্নিগ্ধতা দর্শকদের দারুণ মুগ্ধ করেছে।

কুমারিকা ন্যাচারাল সোপ’র ওই বিজ্ঞাপনটি শিশির তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ারও করেছেন।