দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান দামুড়হুদা প্রেসক্লাবে ৩২” এলইডি টিভি প্রদান করেছেন। তিনি গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে টিভি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করীম ইনু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী মেম্বার ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ প্রমুখ। দামুড়হুদা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, কোষাধ্যক্ষ শমশের আলী, সদস্য শরীফ উদ্দীন, খাইরুল কবির দিনার, এসএম সুজন প্রমুখ। এ দিকে দামুড়হুদা প্রেসক্লাবে ৩২” এলইডি টিভি প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।