দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুলের পিতা শাহজাহান আলীর ইন্তেকাল : শোক প্রকাশ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুলের পিতা দামুড়হুদা দশমীপাড়ার শাহজাহান আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি………রাজেউন)। তিনি গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৮) বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে নাতি ও নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দশমী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান মরহুমের জানাজার নামাজ পড়ান। পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে শাহজালাল বিশ্বাস বাবু ও ছোট ছেলে সাংবাদিক শামসুজ্জোহা পলাশ। এ দিকে সাংবাদিক শামসুজ্জোহা পলাশের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, কোষাধ্যক্ষ শমশের আলী, সদস্য আব্দুল লতিফ, জহির রায়হান সোহাগ, শরীফ উদ্দীন, খাইরুল কবির দিনার, এসএম সুজনসহ প্রমুখ।