জীবননগরে তিনটি ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ১৫৩ জনের মনোনয়ন দাখিল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন ও সাধারণ সদস্য পদে ১১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। তথ্য যাচাইবাছাই শেষে নির্বাচনী মাঠে কারা টিকে থাকবে সেটাই এখন দেখার বিষয়। আজ বুধবার সকাল থেকে তিনটি ইউনিয়নের সদস্য পদের মনোনয়ন যাচাইবাছাই শুরু হবে।
নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার পুনর্গঠিত উথলী ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১নং আসনে কুলসুম বেগম, ফেরদৌসি আক্তার, সেলিনা বেগম ও আনজুআরা আক্তার, ২নং আসনে রোমেলা খাতুন, জয়নব বেগম, সাহেরা বেগম ও রেহেনা পারভীন এবং ৩নং আসনে আফরোজা খাতুন, মরিয়ম, ছাবিনা খাতুন ও নুরজাহান খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আতিকুর রহমান, লুৎফর রহমান, মিজানুর রহমান, আব্দুল কাদের ও জহুরুল হক, ২নং ওয়ার্ডে আশকার আলী, নাজমুল হুসাইন ও মঈনুল হাসান, ৩নং ওয়ার্ডে আজিজুল হক, আবু ছায়েম বিশ্বাস, মিজানুর রহমান, ওবাইদুর রহমান ও সেলমি রেজা, ৪নং ওয়ার্ডে রাসেল হোসেন, মাহাতাব উদ্দীন বিশ্বাস ও সেলিম উদ্দীন, ৫নং ওয়ার্ডে তানজার আলী, শহিদুল হক, আব্দুল খালেক, আরমান আলী ও মাহফুজ্জামান, ৬নং ওয়ার্ডে রিপন মিয়া, আশরাফুল ইসলাম, বিল্লাল হোসেন ও আইনাল হক, ৭নং ওয়ার্ডে রেজাউল হক, আলতাফ হোসেন, ফরহাদ হোসেন ও মহিবুল হক, ৮নং ওয়ার্ডে সেলিম রেজা, আব্দুস সাত্তার ও মুনজুর রহমান এবং ৯নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইছাহক আলী বিশ্বাস, আমিনুল ইসলাম, আহাদ আলী, আহাম্মদ আলী, সুমন মিয়া, রফিকুল ইসলাম, নিমাই হালদার ও রেজাউল হক তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নবগঠিত মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১নং ওয়ার্ডে হাবিবা খাতুন, জলিমা খাতুন মনোনয়নপত্র দাখিল করেন। ২নং ওয়ার্ডে কাজলী খাতুন, সেলিনা খাতুন, রাশিদা খাতুন ও রাবিয়া খাতুন মনোনয়নপত্র দাখিল করেন। ৩নং ওয়ার্ডে ফজিলা খাতুন, হাচিনা বেগম ও জাহিমা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আব্দুর রশিদ, আশাদুল হক ও গোলাম রসুল, ২নং ওয়ার্ডে সাইফুল আলম, জাফিরুল ইসলাম ও শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডে আলমগীর হোসেন, জাহাঙ্গীর ম-ল, রিপন হোসেন ও আলী হোসেন, ৪নং ওয়ার্ডে হালিম মিয়া, শুকুর আলী, আব্দুল হান্নান ও চামেলী বেগম, ৫নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, আবু সাঈদ ও খাজা আহাম্মেদ, ৬নং ওয়ার্ডে দ্দোজা উদ্দীন, বদর উদ্দীন, আদিলুল করিম ও জাহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আতিয়ার রহমান, ফরজ আলী, আশরাফুল হক, আহসান হাবীব ও নুরুজ্জামান, ৮নং ওয়ার্ডে মনিরুজ্জামান, আমিনুল ইসলাম সর্দার, মুছা হক, মনির হোসেন, জমির উদ্দীন ও মিনারুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে আব্দুস শামীম, ইব্রাহীম আলম, কামরুজ্জামান, আব্দুল হামিদ, সালেক পারভেজ, আব্দুস সালাম বিশ্বাস ও বজলুর রহমান তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নবগঠিত কেডিকে ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১নং আসনে কমলা আক্তার, মালেকা, রশিদা খাতুন ও শিরিনা আক্তার, ২নং আসনে আশুরা খাতুন, কোহিনুর বেগম, জায়েদা খাতুন ও নাসিমা খাতুন ও ৩নং আসনে আল্পনা খাতুন, এলেহাজ খাতুন, স্বপ্না খাতুন, জোৎনা খাতুন ও গোলজান বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে লিটন হোসেন, মশিউর রহমান ও খাশিয়ার রহমান মিঠু, ২নং ওয়ার্ডে এসএম শামীম হোসেন, কবির হোসেন, দলুর উদ্দীন দুলাল ও শরিফুল শাহ, ৩নং ওয়ার্ডে সাইদুর রহমান, আব্দুল কাদের, আশাদুল হক মালিতা, আব্দুল কুদ্দুস ও মিলন হোসেন, ৪নং ওয়ার্ডে হাসিবুল হক, ওমেদুল হক, মোতালেব হোসেন, ডালিম রেজা, বাবলু ও জাহিদুল কামাল বাবু, ৫নং ওয়ার্ডে সৈয়দ আলী মুল্লা ও কায়দার আলী, ৬নং ওয়ার্ডে ফারুক আহমদ, খোরশেদ আলম, আফসার আলী, রুবেল হোসেন ও নিজাম উদ্দীন মোল্লা, ৭নং ওয়ার্ডে বজলুর রহমান টুটু, মহিবুল হক, আলাউদ্দীন ও মশিউর রহমান, ৮নং ওয়ার্ডে আব্দুল আলীম, ইসরাইল বিশ্বাস, সুজ্জল হোসেন ও শামসুজ্জামান এবং ৯নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, বিপ্লব, মোমিন উদ্দীন ও আব্বাাস উদ্দীন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাজন অফিসার মোতাওয়াক্কিল রহমান নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল হতে মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে।