বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুরের মজিবপাড়ায় ২ সন্তানের জনক বিল্লাল বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা পরিষ্কার না? ময়না তদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছিলো।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মজিবপাড়ার হানিফের ছেলে দু’সন্তানের জনক বিল্লাল হোসেন (৩৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজবাড়ির পিছনে গিয়ে বিষপান করে বাড়িতে আসে। বিষের গন্ধ ছড়িয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসকরে নিকট নেয়া হয়। চিকিৎসক জানায় পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে। এদিকে দিনমজুর বিল্লাল কি কারণে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিলো তা পরিষ্কার না। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়না তদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছিলো বলে জানা গেছে।