আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১জন মাদকব্যবসায়ীকে ১ বছরের ও ১জন মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার হারদী গ্রামের মৃত এমদাদুল হক খানের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী কামরুজ্জামান খান সাধুকে গাঁজাসহ আটক করে। একই দিন অভিযান চালিয়ে জেহালার মৃত মধু সর্দারের মাদকসেবী ছেলে তারিককে আটক করে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময় ভ্রাম্যমাণ আদালত চিহ্নিত মাদকব্যবসায়ী সাধুকে ১ বছরের ও মাদকসেবী তারিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।