অবশেষে বয়স্ক ভাতা পেলো মহেশপুরের ভিক্ষুক আয়শা বিবি

মহেশপুর প্রতিনিধি: বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতা পেলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামের ভিক্ষুক আয়শা বিবি। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা গ্রামের আয়শা বিবিকে তার কার্যালয়ে ডেকে এনে তাকে এ বয়স্ক ভাতার কার্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পিআইও মেহেরুননেছা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাংবাদিক শামীম খান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবে আয়শা বিবি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ইউএনও কামরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে।