মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুরে পৌঁছেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মেহেরপুর পৌঁছুলে তার দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে একযোগে নৌকার পক্ষে কাজ করার মতামত ব্যক্ত করেন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রফেসর মান্নান পরে নেতাকর্মীদের সাথে তার মেহেরপুরস্থ বাসভবনে যান। এ সময় তার সাথে ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মফিজুর রহমান টিটু, সাবেক যুগ্মসম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মুনতাসির মামুন সিঁথি, জেলা বাস্তহারা লীগের সহসভাপতি রোমান শেখ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খোকন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বানিয়াজ হোসেন, ইয়ারুল ইসলাম, জেলা যুব লীগের সাবেক যুগ্মসম্পাদক আশিক যুবলীগ নেতা হিলু, মিরাজ প্রমুখ।