জীবননগর ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, এসডিজি বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সামনে সরকারের সার্বিক উন্নয়ন কর্মকা- তুলে ধরেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক এমআর বাবু। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় হাসাদাহ ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এ নিয়ে জনসচেতনামূলক সভা হবে।
উদ্বোধনী বক্তব্যে জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ-ব্রান্ডিং এ বর্তমান সরকার সারাদেশে উন্নয়ন মূলক কর্মকা-ের অংশ হিসেবে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য কেন্দ্র, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষায় ব্রান্ডিং কর্মসূচি গ্রহণ করেছে। একই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পূর্বে এবং পরে দিন বদলের সনদ: ভিশন-২১ নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ২০২০ সাল জাতির জনকের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৫০ বছর পূর্ণ হবে। ঐতিহাসিক এ দুটি ঘটনাকে সামনে রেখেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করা ও ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় দারিদ্র নির্মূল, অর্থনীতি ভিত গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, নিরক্ষরতা দূরীকরণ, জ্বালানী ও বিদ্যুৎ খাতে উন্নয়ন, শিল্প বাণিজ্যের প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, নারীর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিত পূর্বক জিডিটাল বাংলাদেশ গড়ে তোলার অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান সরকার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিনামুল্যে প্রতি বছর ১ জানুয়ারি সারাদেশে বই বিতরণ করেছে। সারাদেশে একযোগে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ ও ৩০৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সারাদেশে এসডিজি-৪ বাস্তবায়নে ৩৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৩১টি কলেজ জাতীয়করণ করা হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ১৭২টি কম্পিউটার ল্যাব ও ২০ হাজার ৫০০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে ১৩ কোটি ১৮ লাখ মোবাইল সিম ব্যবহৃত হচ্ছে ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ১২ লাখ। ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে বৃহত্তম ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন চালু করেছে। জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা পর্যায়ে ই-সেবা সেন্টার চালু, সরকারি ফরম, নোটিশ পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য বিষয়ক তথ্য, চাকরীর খবর, পরীক্ষার ফলাফল, জন্ম-মৃত্যু সনদ, প্রবাসীদের রেজিস্টেশন, বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল ব্যাংককিং ই-মেইল সুবিধাসহ নানা সেবা প্রদান করছে। এছাড়াও ৪ হাজার ৯৪২ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে ১লাখ ২০ হাজার ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি প্রদান, ১ লাখ ৩৯ হাজারের বেশি পরিবারকে আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসীত করা হয়েছে। প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, ভিজিটি কর্মসূচির আওতায় দুস্থ্য নারীদের মাঝে চাল, গম ও বিভিন্ন কর্মসূচির আওতায় তাদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে। একই সাথে এদেশের মানুষের জীবনমান উন্নয়ন স্বরুপ প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাউথ কো-অপারেন ভিশন অ্যাওয়ার্ড লাভ, ইউনেস্কো শান্তি বৃক্ষ পুরস্কার, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার এবং চ্যাম্পিয়ন অব দি আর্থ অর্জনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সৃষ্টি হয়েছে।