জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে বখাটে যুবকের কারাদণ্ড

জীবননগর ব্যুরো: জীবননগরে গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বখাটে যুবক জনিকে (২৩) তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, জীবননগর পৌর এলাকার রাজনগরের ভাড়াটিয়া এক গৃহবধূকে একই গ্রামের বখাটে জনি (২৩) তাকে দীর্ঘদিন উত্ত্যক্তের মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজনগরের মনা মিযার ছেলে বখাটে যুবক জনি গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ঘটনাটি গৃহবধু উপজেলা নির্বাহী অফিসারকে জানালে গতকাল বিকেলে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সেলিম রেজা থানা পুলিশের সহযোগিতায় বখাটে যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে বখাটে জনি তার দোষ স্বীকার করলে তাকে আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।