জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের গতকাল সোমবার শেষ দিনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। একই সাথে এ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে ৩৪ জন মহিলা প্রার্থী ও সাধারণ সদস্য পদে ১১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৯ নভেম্বর যাচাই-বাছাই ও ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এ তিনটি ইউনিয়নে ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার পুনর্গঠিত উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আব্দুল হান্নান, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবজালুর রহমানর ধীরু, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আসাদুর রহমান ভেদু ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দীন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও এ ইউনিয়ন সংরক্ষিত ৩টি আসনে মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নবগঠিত মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সোহরাব হোসেন খান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রাজা মিয়া, আকিমুল ইসলাম ও আব্দুর রশিদ, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে কামরুজ্জামান ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আসাবুল হক মল্লিক মনোনয়নপত্র দাখিল করেছেন। একই ইউনিয়নে সংরক্ষিত ৩টি আসনে মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। অপর নবগঠিত কেডিকে ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে খায়রুল বাসার শিপলু, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আবুল বাসার টুটুল ও আলমগীর হোসেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে তানভীর হোসেন রাজিব ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সংরক্ষিত ৩টি আসনে মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান নিশ্চিত করেছেন।