জীবননগর ব্যুরো: শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন সেকায়েপ প্রকল্পের ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ের অতিরিক্তি শ্রেণি শিক্ষকগণ এমপিওভুক্তিসহ পরবর্তী প্রোগ্রামে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন জীবননগর উপজেলা শাখার ডাকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষকদের আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এসময় উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আকরাম হোসেন সন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের নিকট দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচি হতে এসিটি শিক্ষকগণ সরকারকে তাদের এমপিওভুক্তির ন্যায় সঙ্গত দাবি মেনে নিয়ে অবিলম্বে বকেয়া ৫ মাসের বেতন-ভাতাদি পরিশোধের দাবি জানায়। বক্তারা বলেন, এ প্রকল্পে কর্মরত শিক্ষকদের অনেকের ইতিমধ্যে সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে। অথচ চাকরি স্থায়ী না হওয়ায় আমরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। এ অবস্থার মধ্যে সেকায়েপের পরবর্তী প্রোগ্রাম সেকেন্ডারি অ্যাডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। চাকরিরত এসব এসিটি শিক্ষকগণ এমপিওভুক্তিসহ নতুন এ প্রোগ্রামে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে এসিটি অ্যাসোসিয়েশনের জীবননগর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক ফজর আলী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক শামসুন্নাহার ও শারমিন নাহার বক্তব্য রাখেন।