সব মানুষ সৎ নয়, তবে অসৎ অধকিাংশরেই ধারণা অন্যরাও তাদরেই মতো। সমাজরে চরম এ সত্য উপলব্ধি বোধকরি খুব একটা জটলি নয়। যদওি মানুষরে মত্তলব বোঝা ভার। তবুও একটু পরখ করলে কছিুটা ধারণা সামনে আসবইে। দরকার উপলব্ধরি তাগদি।
সমাজরে সব আয়না একইভাবে প্রতচ্ছিব্বি দখোয় না, সব সংবাদপত্র বা সকল গণমাধ্যম একইভাবে সমাজরে চত্রি তুলে ধরে না। কছিু আয়নার পারদ লপেনে ত্রুটি থাক,ে থাকে উদ্দশ্যে প্রণোদতি প্রলপেও। টলকানো কাঁচও প্রতচ্ছিবি ছোট বা বড় করে দয়ে। পারদ ও কাঁচরে সামান্য হলো-দোলনইে যখন বদলে দয়ে প্রতচ্ছিব,ি তখন সংবাদপত্ররে ক্ষত্রে?ে বোদ্ধারা তা উপলব্ধি করইে অস্বচ্ছ ও উদ্দশ্যেপ্রণোদতি প্রতচ্ছিŸরি র্দপণ পরহিাররে মতোই সংবাদপত্ররে ক্ষত্রেওে সর্তক থাকনে। থাকতে হয়। কনেনা, অসুন্দররে ছােঁয়ায় সুন্দরও উজ্জ্বলতা হারায়।
অবশ্যই সমাজরে কোনো ত্রুটরি জন্য সমাজরে সকলকে ঢালাওভাবে দোষারোপ করা যায় না। কারো কারো কারণে কোনো কোনো গোষ্ঠী বা সংস্থার গায়-েমুখে কালমিাপড়।ে গোষ্ঠী বা সংস্থার ভাবর্মূতি রর্ক্ষাথে দায়ত্বিশীলদরে দোষি শনাক্ত ও শাস্তরি তাগদি দতিইে হয়।