গাংনী প্রতিনিধি: মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা করেছে হাসিবুল ইসলাম (১৮) নামের এক যুবক। গতকাল রোববার সন্ধ্যায় নিজ ঘরের ফ্যানে ঝুলে সে আত্মহত্যার পথ বেছে নেয়। হাসিবুল ইসলাম মেহেরপুর গাংনী উপজেলার চান্দামারী গ্রামের আশাবুল ইসলাম গেন্দার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোখে সমস্যার কারণে লেখাপড়া ছেড়ে দেয় হাসিবুল। শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ ছিলো। কয়েকদিন থেকে বাবার কাছে মোটরসাইকেল কেনার বায়না করে। এতে সাড়া মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ফ্যানের সাথে গলায় রশি দেয়। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নেয়া হয় নিজ বাড়িতে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।