মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর কেদারগঞ্জ বাজার চত্বরে গতকাল রোববার বিকেলে মুজিবনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগে আয়োজিত দারিয়াপুর, মোনাখালী ও বাগোয়ান ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে দারিয়াপুর ইউনিয়নে শফিকুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান চঞ্চলকে সম্পাদক, মোনাখালী ইউনিয়নে মোমিনুল ম-লকে সভাপতি ও বাহাল ম-লকে সম্পাদক এবং বাগোয়ান ইউনিয়নে সিবাস্তিন মল্লিক ঝড়–কে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে মুজিবনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মেহেরপুর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্মআহ্বায়ক মাহবুব এলাহী, উপজেলার সহ-সভাপতি নজরুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, ইউপি যুবলীগের আহ্বায়ক আজিজুর রহমান মুংলা, যুগ্মআহ্বায়ক মি. বাবুল মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবির সেলিম।