ঝিনাইদহ প্রতিনিধি: রংপুরের ঠাকুরপাড়া ও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মানবাধিকার ফোরাম সদর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত মল্লিক, জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, মানবাধিকারকর্মী তন্ময় কুন্ডু ও শরিফা খাতুনসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে হামলার পরিকল্পনাকারী, উসকানিদাতা ও হামলাকারীদের দল মত নির্বিশেষে বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে এ ধরণের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।