স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা উপ-কর কমিশনার কার্যালয়ে চলছে কর সপ্তাহ। গত শুক্রবার থেকে শুরু হয়েছে কর সপ্তাহ, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময়ে যে সব গ্রাহক রিটার্ন দাখিল করবেন তাদের দেয়া হচ্ছে নানান সুবিধা। তাই রিটার্ন জমা দানের শেষ সময়ে কর অফিসের স্টাফ ও আয়কর আইনজীবীরা ব্যস্ত সময় পার করছেন। তবে অনেক গ্রাহক নিজ প্রয়োজনে অফিসে আসছেন রিটার্ন জমা দিতে। চুয়াডাঙ্গা উপ-কর কমিশনার অফিসের সহকারী কমিশনার উজ্জ্বল কুমার সরদার বলেন, নভেম্বরের ২৪-৩০ তারিখ পর্যন্ত পালন করা হচ্ছে কর সপ্তাহ। এ সময়ের মধ্যে যে গ্রাহক আমাদের অফিসে আসবেন তাদের টিন রেজিস্টেশন, চালানের রশিদ প্রদান ও রিটার্ন গ্রহনের সার্বিক সহযোগিতা করা হবে। তাই তিনি গ্রাহকদের আকর্ষনীয় এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৬-১৭ অর্থবছরে চুয়াডাঙ্গা কর অঞ্চলে ৮ হাজার ৫৭৬ জন রিটার্ন দাখিল করেছিলো। এ বছর রিটার্ন দাখিলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার জন। সেই সাথে গত অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ৮৭১ টাকা। চলতি বছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ কোটি টাকা। আয়কর আইনজীবী অ্যাড সুজন বলেন, ৩০ নভেম্বর রিটার্ন জমা দেয়ার শেষ সময়। এরপর জমা দিলে জরিমানা গুনতে হবে। তাই অর্থবছরের শুরু থেকে রিটার্ন জমা দিলে শেষ সময়ে এসে হুড়োহুড়ি করতে হয় না।