ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা ভুমি অফিসের অফিস সহায়ক ও শঙ্করচন্দ্র গ্রামের রিকাত আলির পুত্র আব্দুর রাজ্জাক বিটুল (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গতপরশু শনিবার দিনগত রাত ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করলে গতকাল রোববার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় মারা যান তিনি। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ ব্যাপারে মরহুমের ভগ্নিপতি শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বিটুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলো। গতপরশু শনিবার দিনগত রাত ৩টার দিকে বুকে ব্যথা বাড়লে গতকাল রোববার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিটুলের অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল হোসেন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে ঢাকার হৃদরোগ হাসপাতালে রেফার করেন। সকাল ১০টার দিকে বিটুলকে অ্যাম্বুলেন্সে ওঠানোর আগেই মারা যান। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দন আহমেদ বেলা সাড়ে ৩টার সময় মরহুমের মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ জানান। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট খোন্দকার ফরহাদ আহামেদ, নির্বাহী ম্যাজিস্টেট পাপিয়া আক্তার। এদিকে গতকালই বাদ আছর শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট খোন্দকার ফরহাদ আহামেদ, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ শফিউজ্জামান সুমন, বিএনপি নেতা লিটন, রুবেল, শঙ্করচন্দ্র ইউনিয়নের প্রায়াত চেয়ারম্যান নুর আলির পুত্র সুজন, শঙ্করচন্দ্র ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত আলি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার মুরসুল্লিবৃন্দ। গতকাল রোববার রাত ১০টার সময় স্কুলপাড়া সরকারি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।