স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮জন আহত হয়েছে। গতকাল রোববার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে তারা। আহতরা হলেন, মেহেরপুর জেলার আমঝুপি ঢুসারপাড়ার মৃত রইছদ্দীনের ছেলে সমসের আলী (৭০), একই জেলার আলমপুরের মৃত হারুন অর রশীদের ছেলে আলাউদ্দীন (৫০), হিজলী মিনাপাড়ার মৃত রহিম আলীর স্ত্রী পান্না খাতুন (৩৫), মদনাডাঙ্গার মৃত ইমাজদ্দীনের ছেলে নুর বখস (৭৫), চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া মাঝেরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে আলমসাধু চালক অন্তর (২১), একই এলাকার সাহাবদ্দীনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী নাজমুল হক (২৮), জীবননগরের উথলী মাঝেরপাড়ার মৃত ওমেদুল হক মল্লিকের ছেলে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র উথলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান চন্দন (১৯) ও চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদীর মৃত নবীছদ্দিন ম-লের ছেলে আজিজুর রহমান (৬৫)। গতকাল রোববার তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতের সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার রেলগেটের অদূরে প্রধান সড়কের নির্মাণ কাজে যোগ দেয়ার জন্য মেহেরপুরের ৪জন নির্মাণ শ্রমিক সমসের আলী, আলাউদ্দীন, পান্না খাতুন ও নুর বখস আলমসাধু যোগে রওনা দেয়। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের আলুকদিয়া বাজার পার হয়ে সড়কের একটি ভাঙাস্থানে চলন্ত আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৪জন নির্মাণ শ্রমিক রক্তাক্ত আহত হয়। এদিকে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ছয়ঘরিয়ার আলমসাধু চালক অন্তর ও কাঁচামাল ব্যবসায়ী দশমাইল থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে দশমাইল হাট পার হওয়ার সময় যাত্রী ছাউনির নিকট পৌঁছুলে অপরদিকে থেকে একট পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা আহত হয়। অপর ঘটনায় উথলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান চন্দন মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা কলেজে যাচ্ছিলো। পথিমধ্যে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজার নামকস্থানে পৌঁছুলে একটি ইজিবাইককে সাইট দিতে গেলে সড়কের পাশে থাকা বালির স্তুপে পিছলে সড়কের পাকাস্থানে আছরে পড়ে আহত হয়। গতকাল রোববার বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত চন্দনকে দেখতে হাসপাতালে ছুটে যান। এদিকে চুয়াডাঙ্গা হানুরবাড়াদীর আজিজুর রহমান বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা বড়বাজার যাওয়ার পথে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ইজিবাইকের ধাক্কায় আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।