বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার দু’মাদকসেবীকে আটক করেছে। আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে। বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার সন্ধ্যা ৬ টার দিকে মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া তমালতলা নামক স্থানে। এ সময় পুলিশ মাদকসেবনকারী হিসেবে আটক করেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরস্থানপাড়ার ওলিয়ার রহমানের ছেলে ওমর ফারুক (২৩) ও ফার্মপাড়ার জালাল উদ্দীনের ছেলে মাসুমকে (২৪)। রাতেই গ্রেফতারকৃত ওমর ফারুক ও মাসুমকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।