স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার জাহাঙ্গীর আলম আলোকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে একাডেমি মোড় থেকে তাকে গ্রেফতার করে শহর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম ওহিদ। জাহাঙ্গীর আলম আলোর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই ওহিদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর আলম আলোর বিরুদ্ধে বিএডিসি’তে চাঁদাবাজি মামলা রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একাডেমি মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার আলোকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।