আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা অফিসার ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি মিসেস আজাদ জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান। সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, উপজেলা পপ কর্মকর্তা আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা দিদার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, নির্বাচন কর্মকর্তা আবু আনসার, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা সাইদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপ-প্রকল্প কর্মকর্তা মুক্তা খাতুন, প্রকল্প কর্মকর্তা শাহানা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল ইসলাম, মহিউদ্দিন আহাম্মেদ, রফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সহকারী আব্দুল লতিফ প্রমুখ। সাবেক নির্বাহী অফিসার আজাদ জাহান পদন্নোতি পেয়ে মাগুরা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়।