আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগমুক্তি কামনা করে পূজা অর্চনার মাধ্যমে প্রার্থনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলার হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সমীর দে, সাংগঠনিক সম্পাদক পরিমল কুমার কালু ঘোষ, সুধাংশ ব্যানার্জি, সুশীল ভৌতিকা, বিদ্যুৎ সাহা। বিশ^জিত সাধুকার পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রশান্ত সিহি, পলাশ আচার্য্, হারাণ অধিকারী, নিমাই রায়, অশোক সাহা, গোপেন আচার্য্য, পিলু দত্ত, গগন বাবু, লিপন বিশ্বাস, অভিমান্য কুণ্ডু, জয় বিশ্বাস, পবন অধিকারীসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।