শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এমনটি কাম্য নয়

একটি দেশের সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে হলে সুশিক্ষা নিশ্চিত করা এবং একইসঙ্গে শিক্ষাদানের যথাযথ পরিবেশ সৃষ্টির কোনো বিকল্প থাকতে পারে না। কোনোভাবেই এটা ভুলে যাওয়া যাবে না যে, শিক্ষা একটি জাতির মেরুদণ্ডস্বরূপ। শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের অব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঝে মধ্যেই সামনে আসে- যা সন্দেহাতীতভাবেই দুঃখজনক বাস্তবতাকে নির্দেশ করে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নে ভুলের ঘটনায় এক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে বিস্ময়কর হলো, খোঁজ করে বরখাস্তকৃত কর্মকর্তার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি!

এ বিষয়টিকে আমলে নিয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্টদের এটি বিবেচনা করা দরকার, যখন প্রশ্নপত্রে ভুলের মতো ঘটনা ঘটেছে তখন তা উদ্বেগজনক। কেননা এমনটি জানা যায় যে, চলমান প্রাথমিক শিক্ষা সমাপনীর সিলেট অঞ্চলের ইংরেজি ভার্সনের বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে অন্তত অর্ধশতাধিক ভুল ধরা পড়ে! যখন এমন বিষয়ও জানা যাচ্ছে, প্রশ্নপত্রটির ৫০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ৪০টিতেই ভাষা ও ব্যাকরণগত ভুল ছিলো! তখন এর ভয়াবহতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার যেমন বিস্তার ঘটাতে হবে, তেমনিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র ভুলই শুধু নয়- এর আগে নানা সময়ে গুরুতর অভিযোগ এসেছে যা শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কাজনক বাস্তবতাকে স্পষ্ট করে। ভর্তি জালিয়াতি থেকে শুরু করে কোচিং বাণিজ্য, নিয়মিত ক্লাস না হওয়া, ক্লাসের চেয়ে কোচিংয়ে নির্ভরতা বেশি- এমন অবস্থা থেকে শুরু করে নানা ধরনের সঙ্কট আলোচনায় এসেছে। আমরা মনে করি, সরকার সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার শিক্ষা ব্যবস্থায় সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক সঙ্কট চিহ্নিত করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে সমাধান নিশ্চিত করা। মনে রাখতে হবে, শিক্ষাকে এগিয়ে নিতে হলে সামগ্রিক বিষয়গুলোর নজরদারি বৃদ্ধি ও যথাযথ উদ্যোগের বিকল্প নেই। ভুল প্রশ্নের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এমনটি কাম্য নয়। ফলে প্রশ্নপত্রে ব্যাপক ভুলের বিষয়টিকে আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া শিক্ষাকেন্দ্রিক যে অনিয়ম ও জালিয়াতির বিষয়গুলো নিয়ে অভিযোগ আছে সেগুলোকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে যে কোনো নেতিবাচক পরিস্থিতি রোধে যথার্থ উদ্যোগ গ্রহণ করা হবে এমনটি জরুরি। যখন পরীক্ষা মেধা যাচাইয়ের একটি অংশ- তখন যদি প্রশ্নপত্রেই ব্যাপক ভুল থাকে তবে তার চেয়ে পরিতাপের আর কী বা হতে পারে! একদিকে প্রশ্নপত্রে ভুল অন্যদিকে জালিয়াতি কিংবা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ আছে যা উrকণ্ঠার। ফলে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে শিক্ষা ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও তার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত হবে।