আমঝুপি প্রতিনিধি: গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলার প্রবীণ হিতৈষী সেন্টার এর প্রবীণদের নিয়ে মানব উন্নয়ন কেন্দ্র মউক হলরুমে এক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মউক এর প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, প্রধান অতিথি ছিলেন ডা. আবুল বাশার, অবসরপ্রাপ্ত উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অধিদফতর ও সভাপতি সচিব মেহেরপুর কমিটি। এছাড়াও অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী রুহুল কুদ্দুস টিটো (সাবেক সভাপতি মেহেরপুর প্রেসক্লাব)। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবীণরা সমাজের বোঝা নয়, সম্পদ, এদের অবজ্ঞা অবহেলার দৃষ্টিতে না দেখে প্রবীণ-সিটিজেন হিসেবে মূল্যায়ন করা উচিত। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ডা. আলাউদ্দিন, আক্তার হোসেন, এবিএম একরামুল হক, আমানুল্লাহ হক ও ওয়াজেদ আলী সাবেক চেয়ারম্যান প্রমুখ। সভাপতি মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগরে প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রমকে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, মানব উন্নয়ন কেন্দ্র মউক এর প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।