মেসির দখলে দু’জোড়া গোল্ডেন বুট

মাথাভাঙ্গা মনিটর: তিনটি বুট ছিলো সংগ্রহে। এতে জোড়া পূর্ণ হচ্ছিলো না। অবশেষে অনেক কাঙ্ক্ষিত বুট হাতে পেলেন ভীনগ্রহের ফুটবলার খ্যাত আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। গত শুক্রবার মেসির হাতে ইউরোপ সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট তুলে দেন গতবারের বিজয়ী সুয়ারেজ। এর মধ্যদিয়ে মেসির গোল্ডেন বুটের জোড়া পূর্ণতা পেল। এখন দু’জোড়া গোল্ডেন বুট মেসির দখলে। ২০০৯-১০ থেকে পরের চার মরসুমে তিনবারই গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। তবে এরপরে গত চার মরসুমে আর বুটে হাত লাগাতে পারেননি তিনি। এর দুইবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর দুইবার সুয়ারেজ জেতার পর এবার আবার গোল্ডেন বুট হাতে পেলেন মেসি।

এর আগে রোনাল্ডো সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন। মেসি এবার তার রেকর্ডে ভাগ বসালেন।