মানসম্মত শিক্ষার মাধ্যমে প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে হবে

প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও ২০১২-১৩ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত ওই আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, ওসি (তদন্ত) লুৎফুল কবির, প্রতিষ্ঠানের পরিচালক ইদ্রিস খান, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, হাজি ইউনুচ আলী খান, জিবি সদস্য মকবুল হোসেন, ফরহাদ জামিল ও সোহানী ইয়াসমিন নিপা। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, উপযুক্ত শিক্ষার মাধ্যমে প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে হবে। এ জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আর এ গুরুদায়িত্ব শিক্ষকদের। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে উপযুক্ত শিক্ষকের ব্যবস্থার দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিতে হবে। আশা করি এ প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ডিজাইনারসহ অন্যান্য ফ্যাকাল্টি থেকে পাশ করে যে সকল শিক্ষার্থী কর্ম জীবনে প্রবেশ করবে, তারা যেন সাফল্য আর সুনাম অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে। প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সাংবাদিক এমদাদ হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহিদুল ইসলাম, শিক্ষক শামিম উদ্দীন, সায়েব আলী, ইয়ামিন মোল্লা, শাহজাহান আলী, শফিকুর রহমান মঞ্জু ও শমসের আলীসহ সকল শিক্ষক। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।