দেশি টুকরো

জেলা উপজেলা পৌরসভা এবং ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর মধ্যে পটুয়াখালীর জেলা পরিষদ নির্বাচনে মো. খলিলুর রহমান মোহনকে এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিলা ভা্ইস চেয়ারম্যান উপনির্বাচনে মোসা. ফিরোজা খাতুনকে মনোনয়ন দেয়া হয়েছে।

পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ওয়াহিদুজ্জামান সুজা, দিনাজপুর জেলার বিরল উপজেলায় মো. সবুজার সিদ্দিক সাগর, নাটোরের বনপাড়া পৌরসভায় কেএম জাকির হোসেন, রাজশাহীর বাঘা পৌরসভায় মো. আক্কাস আলী, ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. সাইফুর রহমান এবং জামালপুরের বকশিগঞ্জ পৌরসভায় শাহিনা বেগমকে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া ৪৭টি ইউনিয়ন পরিষদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

নির্বাচনে অংশ নেবে না হেফাজতে ইসলাম

স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক কোনো মোর্চার সঙ্গে হেফাজতের সম্পর্ক নেই। হেফাজত মুসলমানদের ঈমান-আকিদা রক্ষার সংগ্রামের একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত কোনো নির্বাচনে অংশ নেবে না। কাউকে মনোনয়নও দেবে না। গত শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন। তিনি নির্যাতিত হয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নাগরিকত্ব দিয়ে ওই দেশে ফিরিয়ে নেয়ার জন্য মুসলিম দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।

ফাঁদের তারে বিদ্যুতস্পৃষ্টে দুই বন্যহাতির মৃত্যু

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনার মরিচ্যাঘোনা এলাকায় ফাঁদ পাতা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই বন্যহাতির মারা গেছে। গত শুক্রবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। চুনতি ফরেস্ট অফিসের রেঞ্জার এসএম নুরুর রহমান জানান, স্থানীয়রা ওই এলাকায় বন্যশুকুর শিকারের জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ রেখেছিলো। সেই ফাঁদের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বন্যহাতির মা-মেয়ে মারা যায়। গতকাল শনিবার সকালে স্থানীয়রা মৃত হাতি দুটিকে দেখে বনবিভাগকে খবর দেয়।

এদিকে বন্যহাতি দুটির মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য উপজেলার প্রাণী সম্পদ অফিসের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়: ২৬ ও ২৭ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৬ এবং ২৭ নভেম্বরের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলির রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ববি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ৬ সদস্য আটক

স্টাফ রিপোর্টার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ মোট ৬জনকে গতকাল শনিবার আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ‘জ্যামার’ অকার্যকর করার সরঞ্জামসহ প্রশ্ন ফাঁসের বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন ঢাবির প্রশ্ন ফাঁসচক্রের সাথে জড়িত হিসেবে সিআইডির তালিকাভুক্ত। গতকাল শনিবার সকাল ৭টায় নগরীর আরশেদ আলী কনট্রাক্টর গলির ‘নাহার ম্যানসনে’ ববির সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র মুয়ীদুর রহমান বাকীর ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ঢাবির ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মারুফ হোসাইন, মৃত্তিকা ও পরিবেশ বিভাগের ৪র্থবর্ষের ছাত্র আলমগীর হোসেন শাহিন, গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহামুদুল হাসান আবিদ, পটুয়াখালী গলাচিপা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাব্বির আহমেদ প্রীতম এবং ঢাকার মোহাম্মদপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. রাকিব আকনকে আটক করে পুলিশ।