কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুরে ১টি সংখ্যালঘু পরিবারের প্রায় ১ বিঘা পানের বরজ থেকে পান চুরি হবার অভিযোগ করেছে। পানের মরসুমে পানের বরজ পাহারা দেয়ার নিয়োগ না দিলে এ অভিনব কৌশল অবলম্বন করে ওই এলাকার একটি চক্র। পানের বরজে পাহার দেবার নিয়োগ হলে মরসুম শেষে লাখ লাখ টাকা আয় করে পাহারাদাররা।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর বাজারপাড়ার সংখ্যালঘু মৃত তুলশি শাহের ছেলে বাবু শাহের জগন্নাথপুর গালার ধারে প্রায় ৫ বিঘা পানের বরজ থেকে ১ বিঘা জমির পান গতপরশু গভীর রাতে কেটে নিয়ে গেছে চোরেরা। এতে করে সে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। বাবু জানান আমি ৫ বিঘা জমিতে পান চাষ করি। প্রত্যেক বছরের প্রথমে এ চক্রটি পান চুরি করে। গতবছর আমার প্রায় ৫০ হাজার টাকার পান চুরি হয়েছে। গ্রামের বেশকিছু সচেতন ব্যক্তি অভিযোগ করে জানান জগন্নাথপুরে প্রায় ১০০ জন চাষি ২০০-২৫০ বিঘা জমিতে পানের বরজ করে পান চাষ করে থাকে। বরজগুলো থেকে পান চুরি না হবার জন্য পাহারাদার নিয়োগ দেয়া হয়। পাহারাদারদের মরসুম শেষে ১২-১৫ লাখ টাকা আয় হয়। যদি কোনো পান বরজ মালিক তাদের পান বরজে পাহারায় নিয়োগের জন্য না নেয় তাহলে তারা তাদের বরজ থেকে পান চুরি করে থাকে। এ বিষয়ে নাটুদাহ ফাঁড়ির এএসআই আবুল কালাম জানান বিষয়টি আমি জানিনা তবে অভিযোগ পেলে বিষয়টি দেখবো।