চুয়াডাঙ্গায় গাউসুল আজম হায়দারীর ওরস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গায় গাউসুল আজম হায়দারী দরবার শরিফের ৫ম তম মহাপবিত্র ওরস শরিফ অনুষ্ঠিত হয়েছে। কাদেরিয়া তরিকার ভক্তদের নিয়ে গতকাল শনিবার চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতালপাড়ায় আব্দুর রাজ্জাক হায়দারীর আয়োজনে তার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে শুরু করে রাতব্যাপী এ আয়োজনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রেজাউল করীম খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মিজানুর রহমান মিলন।