চিনি শিল্পকে বাচাতে আখচাষের কোনো বিকল্প নেই

দর্শনায় আখচাষি সমাবেশে কেরুজ এমডি প্রকৌশলী এনায়েত হোসেন

দর্শনা অফিস: দর্শনা আখচাষি কল্যাণ সংস্থার আয়োজনে আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, তুলনামূলকভাবে এবার অনেক বেশি আখচাষ হয়েছে। চাষিরা দিনদিন ঝুকে পড়ছে আখচাষের দিকে। লাভজনক ফসল হওয়ায় এ চাষে আগ্রহী হচ্ছে চাষিকূল। এ ছাড়া দিনদিন আখের মূল্য বাড়াচ্ছে সরকার। চিনিকলের কর্মকর্তারা আখচাষের প্রতি আগ্রহী করে তুলতে গ্রহণ করেছে যথাযথ ব্যবস্থা। আখচাষিদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। কোনো আখচাষি হয়রানির স্বীকার হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে এ মিলটি লোকসানের পরিবর্তে লাভের মুখ দেখবে বলে আমার বিশ্বাস। সকলকে মনে রাখতে হবে মিল বাচলে, শ্রমিক বাচবে, রক্ষা পাবে এ অঞ্চলের ঐহিত্য। তাই চিনিকলকে রক্ষা করতে হলে আখচাষের কোনো বিকল্প নেই। কেরুজ মিলগেট আখচাষি কল্যাণ সংস্থ্যার সভাপতি আ. হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) সরোয়ারদী, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) আলী কদর, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মিলের ডিজিএম সাজ্জাদ হোসেন, সিপিও গিয়াস উদ্দিন, এসিপিও মনির হোসেন, আখচাষি কল্যাণ সংস্থার উপদেষ্টা হাজি আকমত আলী, সহ-সভাপতি ওমর আলী, সহসম্পাদক আ. বারী, ক্যাশিয়ার নজরুল ইসলাম, হায়দার আলী, আখচাষি হুমায়ুন কবির, মোজাহারুল ইসলাম, এনামুল কবির, ফরিদুর রহমান, জহিরুল ইসলাম, ইউনুস আলী, আওয়াল হোসেন, শফিউল আযম তোতা, নজির আহম্মেদ, বিশারত ম-ল, জমির উদ্দিন ও মোমিনুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন ওহিদুজ্জামান।