গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে জুয়েল হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি সার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গত শুক্রবার দিনগত রাতে কাজিপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয়। জুয়েল হোসেন কাজিপুর গ্রামের মুন্সিপাড়ার ইমদারুল হোসেনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কাজিপুর ডিগ্রি কলেজ মাঠে জুয়েল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তার কাছে থাকা অস্ত্র ও গুলিসহ জুয়েলকে আটক করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, জুয়েল হোসেন সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই জড়িত। মোবাইল ফোনে ভিন্ন ভিন্ন সন্ত্রাসী পরিচয়ে আদায় করেছে চাঁদা। অজ্ঞাত পরিচয়ের কারণে সে লোক চক্ষুর অন্তরালে রয়ে যায়। তবে যারা তার কর্মকা- সম্পর্কে অবগত ছিলেন তারা ভয়ে মুখ খোলেননি। সর্বশেষ গাংনী থানার ওসির নজরে আসে জুয়েল। কয়েকজন পুলিশ অফিসারকে তিনি বিশেষ দায়িত্ব দিয়ে জুয়েলের চলাফেরা ও কাজকর্ম পর্যবেক্ষণ করছিলেন। এর এক পর্যায়ে জুয়েলের গোপন মিশন সম্পর্কে জানতে পারেন পুলিশ। শেষ পর্যন্ত জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।