আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুরাদকে ৮পিস ইয়াবা ও ৩ পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর গোবিন্দপুর নিজ বাড়ির রান্নাঘরের পিছনে মাদক বিক্রয়কালে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে মুরাদ (৩০) দীর্ঘদিন ধরে ইয়াবা ও প্যাথেডিন ইনজেকশন বিক্রয় করে। অনেক সময় মুরাদ আরেক জনের মাদকও বিক্রয় করে দেয়। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য কুমার ডিএসবির ওয়াশা কন্সটেবল হারুন ও আবু তালেবকে সঙ্গে নিয়ে মুরাদকে আটক করে। আটকের পর মুরাদের প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা ও ৩ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।