স্টাফ রিপোর্টার: অনূর্র্ধ্ব-১৪ ক্রিকেটে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ৪১ রানে হারিয়েছে কুষ্টিয়ার পোড়াদহ ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। গতকাল শুক্রবার পোড়াদহ ক্রিকেটে টসে জয়লাভ করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অধিনায়ক রুবায়েত হাসান রিয়াদ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। দলনায়ক রিয়াদের ৩০, আরাফাত উদ্দিন রিফাতের ২৯, মাহাবুল ইসলাম বিজয়ের ১৭ ও রাতুল হাসানের ঝড়োগতির ৪ বলে ১৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সংগ্রহ দাড়ায় ১৩৯ রান।
জবাবে পোড়াদহ ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে। ম্যাচ শেষে পোড়াদহ ক্রীড়া সংস্থার সভাপতি আমিনুল হক, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক সোহেল আহম্মেদ, গত বিপিএল ক্রিকেট লিগে খুলনা টাইটাইন্সের হয়ে খেলা পোড়াদহের আব্দুল হালিম চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের ধন্যবাদ জানান।
চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পক্ষে যে সকল ক্রিকেটার অংশগ্রহণ করে- সাদ্দাম হোসেন রকি, মহিত হাসান, পারভেজ, এরফান, আরাফাত উদ্দিন রিফাত, সাব্বির, রামিম, রাফিদ, মারুফ, নুর, তানিম, আহসান, স¤্রাট, তামিম, ও জাহিদ। অফিসিয়াল হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ক্রিকেটার রানা।