মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর মান্নানের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক খালেদুজ্জামান খান ডালিমের নেতৃত্বে ওই শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মেহেরপুর সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, যুবলীগ নেতা হেলু, মিরাজ, খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজুল, শফিকুল ইসলাম খোকা, মাসুদসহ প্রফেসর আব্দুল মান্নানের কর্মী-সমর্থকগণ। এ সময় এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।

Leave a comment