মেহেরপুরের সাংবাদিক আবু আক্তার লাঞ্ছিত প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ

মেহেরপুর অফিস: মুজিবনগর কমপ্লেক্সের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্য কালাম সাংবাদিক আবু আক্তার করনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আনসার সদস্যের বিচার দাবি ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার রহস্যজনক নিরব ভূমিকার তীব্র নিন্দা জানায় সাংবাদিকদের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া না হলে আগামীকাল রোববার থেকে প্রশাসনের সব ধরনের নিউজ বর্জন ও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন মেহেরপুরে কর্মরত সাংবাদিকরা।
প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম, যুগান্তরের মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযম, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার তুহিন আরণ্য, প্রেসক্লাবের উপদেষ্টা কামরুজ্জামান খান, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, দৈনিক সংবাদের প্রতিনিধি মেহের আমজাদ, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, এসএ টিভির প্রতিনিধি ফজলুল হক মন্টু। প্রতিবাদসভায় সাংবাদিকের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেল নিয়ে মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশ করতে গেলে কমপ্লেক্সের প্রধান ফটকে দায়িত্বরত কালাম নামের এক আনসার সদস্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমের মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ সময় অভিযুক্ত আনসার সদস্যের ছবি নিতে গেলে সে অশালীন ভাষায় আবু আক্তারকে গালাগালি করে ও তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মেহেরপুর থেকে সাংবাদিকরা তাকে উদ্ধার করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চলতি মাসের ১৩ তারিখ থেকে মুজিবনগর কমপ্লেক্সের ভেতরে সব ধরনের মোটরসাইকেল প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার। তবে অর্থের বিনিময়ে আনসার সদস্যরা মোটরসাইকেল ও পাখিভ্যান কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। আর এ টাকা ভাগাভাগি করে নিচ্ছে আনসার সদস্যসহ স্থানীয় কিছু নেতা।

Leave a comment