ভারতের বোলারদের দাপটে ২০৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: নাগপুরে দ্বিতীয় টেস্টে মাত্র ২০৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে ভারত। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। ক্রিজে রয়েছেন মুরালী বিজয় ও চেতেশ্বর পূজারা। ভারতীয় বোলিং আক্রমণের সামনে চান্ডিমাল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন আশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। চান্ডিমাল আউট হন ৫৭ রান করে। এরপর লাকমল ফিরে যান ইশান্তের বলে। হেরাতকে আউট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন আশ্বিন। আশ্বিন ৬৭ রানে ৪ উইকেট এবং জাদেজা ও ইশান্ত তিনটি করে উইকেট নিয়েছেন।

নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার শুরুটা হলো খুবই নড়বড়ে। ২০ রানে প্রথম ও ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ৪৭। লাঞ্চের পর আরো একটি উইকেট হারিয়েছে তারা।