স্টাফ রিপোর্টার: দেশব্যাপী সরকারিভাবে আজ শনিবার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষাবিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় জেলা, উপজেলা পর্যায়ে, বিদেশে বাংলাদেশের মিশনগুলো আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। চুয়াডাঙ্গায় কোর্টপাড়াস্থ ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবলমাঠ (চাঁদমারী মাঠ) থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে টাউন ফুটবল মাঠে এসে সমবেত হবে। ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা ও হাডুডু খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া কুইজ প্রতিযোগীতাও অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় ঘোড়া দৌড়, ফুটবল খেলা ও চলচ্চিত্র প্রদর্শন ওরা ১১জন ছায়াছবি করা হবে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদ জোহর সকল মসজিদে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।