ঝিনাইদহে জেলা প্রশাসকের সাথে তরুণ শিক্ষার্থীদের সংলাপ

ঝিনাইদহ প্রতিনিধি: রূপকল্প-২০২১ ও আগামী ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মাণে সমস্যা ও তা সমাধানে ঝিনাইদহে জেলা প্রশাসকের সাথে তরুণ শিক্ষার্থীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর শিশুপার্কের শহীদ মিনার চত্বরে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন। সংলাপে সরকারি কেসি কলেজ, নুরুন্নাহার মহিলা কলেজ, ঝিনাইদহ কলেজ ও শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ১’শ শিক্ষার্থী অংশ নেয়। এসময় রূপকল্প-২০২১ ও আগামী ২০৪১ বাস্তবায়নে তরুণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হয়। এছাড়াও এ লক্ষ্য বাস্তবায়নের জন্য পরামর্শ, সমস্যা ও সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক জাকির হোসেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম ও সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ অজয় কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, এনডিসি নুর নাহার বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও রাজিয়া আক্তার চৌধুরীসহ শিক্ষকবৃন্দ। জেলা প্রশাসকের এ ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝিনাইদহের সচেতন মহল।