হুইপ ছেলুন জোয়ার্দ্দার ডেঙ্গু জ্বরে আক্রান্ত

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। রক্ত পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপস্থিতি ধরা পড়ে। জরুরি চিকিৎসার জন্য আজ তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ ছেলুন জোয়ার্দ্দার গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফেরেন। চুয়াডাঙ্গায় তার বেশ কয়েকটি সরকারি কর্মসূচি ছিলো।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়েই চুয়াডাঙ্গায় ফেরেন। বিকেলে চিকিৎসক রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষার পর হুইপ ছেলুন জোয়ার্দ্দারের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে আজ শুক্রবার বেলা ১১টায় এয়ার হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেয়া হবে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল ও চিকিৎসক আতাউর রহমান মুন্সি তার সাথে যাবেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির।

Leave a comment