স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আগামী ২৫ নভেম্বর সারাদেশে আনন্দ উদযাপন ও শোভাযাত্রার অংশ হিসেবে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রস্তুতি গ্রহণ করেছে।
বিশ্বের হাতে গোনা কয়েকটি আলোচিত বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের গর্ব। ইউনেস্কো এ ঘোষণার বদৌলতে তা বিশ্বের গর্বের অংশ হয়ে গেছে। বিষয়টি দেশের সকল মানুষের গর্বের। তাই গর্বের এ অংশটি আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের জন্য ইউজিসি ও সরকারের নির্দেশনা রয়েছে। অসামান্য এ অর্জনকে আরও স্মরণীয় করে তোলার জন্যই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রস্তুতির অংশ হিসেবে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা মহাসড়কে নির্মিত হয়েছে সুউচ্চ তোরণ, বিশ্ববিদ্যালয় ভবনে হয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিষয়টিতে আরও উৎসবের রঙ ছড়াতে আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।