দামুড়হুদার জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা : স্বামী স্ত্রী রক্তাক্ত জখম

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্বামী স্ত্রী রক্তাক্ত জখম হয়েছে। দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সংখ্যালঘু কার্তিক কর্মকারের ছেলে উত্তম কর্মকারের কাছ থেকে ২-৩ মাস আগে ৮ হাজার টাকা ধার নেয় একই গ্রামের কিতাব আলীর পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল মালেক। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তম কর্মকার ধারের টাকা চাইতে গেলে মালেক ও তার বোন জামাই ওবায়েদুর ক্ষীপ্ত হয়ে বাটাম দিয়ে উত্তমকে মারপিট করলে তার স্ত্রী স্বপ্না কর্মকার ঠেকাতে আসলে তারও মারপিট করে। এতে স্বামী স্ত্রী উভয় জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় উত্তম কর্মকার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।