দামুড়হুদার কোষাঘাটা বিষ্ণুপুর সড়কে মারধর করে ছিনতাই

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার কোষাঘাটা-বিষ্ণুপুর সড়কের বিষ্ণুপুর ব্রিজের অদূরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা গরু বিক্রেতাদের পাউয়ারটিলার ও মোটরসাইকেল থামিয়ে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। কয়েকশ গজ দূরে অবস্থান করা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন ছিনতাইকারীদের কবলে পড়া লোকজন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের দলকালক্ষ্মীপুর গ্রামের মৃত আকুব্বার ম-লের ছেলে গরু বিক্রেতা খলিল হোসেন জীবননগরের শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করে সাথে থাকা লোকজন নিয়ে পাউয়ারটিলারযোগে বাড়ি ফিরছিলেন। বিষ্ণুপুর ব্রিজের কাছে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা পাউয়ারটিলারের গতিরোধ করে। এ সময় তারা গরু ব্যবসায়ীদের পিটিয়ে গুরুতর আহত করে এবং গরু বিক্রেতা খলিলের কাছ থেকে নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ অন্যদের কাছ থেকে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। কয়েক মিনিটের মাথায় একই রাস্তা দিয়ে লক্ষ্মীপুর গ্রামের রহিম হোসেনের ছেলে স্কুলছাত্র জব্বারুল, শহিদ হোসেনের ছেলে মফি ও ইলিয়াছ হোসেনের ছেলে তুহিন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদেরকেও ছিনতাইকারীরা মারধর করে এবং ৫ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের কবলে পড়া স্কুলছাত্র জব্বারুলসহ সাথে থাকা লোকজন বলেন, কয়েকশ’ গজ দূরে বিষ্ণুপুর পুঁলিশ ফাঁড়ির টহলদলের সাথে আমাদের দেখা হয়, অথচ ছিনতাইকারীরা আমাদের গাড়ি থামিয়ে বীরদর্পে ছিনতাই করে ছিনতাইকারীরা। আমরা চিৎকার দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।