স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ জীবননগর উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা ওই কমিটির সকল কার্যক্রম স্থগিত করে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও সাধারণ সম্পাদক মো. জানিফ যৌথ স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ জীবননগর উপজেলার কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে যে নেতৃবৃন্দ নেতৃত্বে আসতে আগ্রহী তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে দু’কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। জীবনবৃত্তান্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সকারি কলেজ ক্যাম্পাসে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল ইসলাম (মোবাইল ০১৯২২৩৭৩০৩০) অথবা যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি’র (মোবাইল ০১৭১০০৩৫২২২) সাথে যোগাযোগ করে জমা দেয়ার জন্য বলা হয়েছে।